• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

মাছের ঘেরে ডুবে ভাই-বোনের মৃত্যু

আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ২১:৪৫
নড়াইল সদর থানা
ছবি : সংগৃহীত

নড়াইলের সদর উপজেলার বাহিরগ্রামে মাছের ঘেরে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে।

শিশু দুজন হলো- বাহিরগ্রামের জালাল মোল্লার ছেলে মো. তানহা (৪) ও মেয়ে তিন্নি (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে তানহা ও তিন্নি বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা ঘেরের পানিতে পড়ে ডুবে যায়। পরে সন্ধ্যার দিকে পরিবারের লোকজন খুঁজে না পেয়ে ঘেরের পানিতে খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করে। এরপর তাদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, কোনো আপত্তি না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতার মামলা, গ্রেপ্তার ৪
নড়াইলে বিষপানে কলেজছাত্রের আত্মহত্যা
নড়াইল-যশোর সড়কে মাছবাহী-মুরগিবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ১
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু