• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
সুলতান মেলার সমাপনী, পদক পেলেন চিত্রশিল্পী নাসিম 
নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সুলতান মঞ্চ চত্বরে বরেণ্য চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভীকে সুলতান পদক প্রদান করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি।  এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, শিল্পকলা একাডেমির উপপরিচালক খন্দকার রেজাউল হাশেমসহ অনেকে।  এর আগে গত ১৫ এপ্রিল বিকেলে সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।  জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৫ দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল ছিল। এ ছাড়া দেশ-বিদেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিদিন গ্রামীণ খেলাধুলাসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন সুলতান।  চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সম্মাননাসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। 
২৯ এপ্রিল ২০২৪, ১৯:১২

সিনেমার পোস্টার আঁকা চিত্রশিল্পী শোয়েব আর নেই
একটা সময় ছিল যখন সিনেমার পোস্টার আঁকা হতো হাতে রং-তুলির মাধ্যমে। আর সেই সিনেমার পোস্টার আঁকার জন্য বিখ্যাত ছিলেন মোহাম্মদ শোয়েব। আলোচিত এই চিত্রশিল্পী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৭ মার্চ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৯।  মোহাম্মদ শোয়েবের মৃত্যুর তথ্য জানিয়ে গণমাধ্যমকে অভিনেতা লিটু আনাম বলেন, ছবি আঁকতে আঁকতেই হঠাৎ অচেতন হয়ে যান শোয়েব ভাই। তারপর জরুরিভিত্তিতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিত্রশিল্পী মোহাম্মদ শোয়েবের জন্ম ১৯৫৫ সালে। তিনি রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে বসবাস করতেন।
১৮ মার্চ ২০২৪, ১৭:৩৯

একুশে পদক পাচ্ছেন চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশ
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পাচ্ছেন চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশ। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা অনুষদের চেয়ারম্যান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিককে চলতি বছর একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। চিত্রকলায় বিশেষ অবদানের জন্য এবার একুশে পদকে ভূষিত হচ্ছেন চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশ।  আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের একুশে পদক দেবেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে। ২০২২ সালে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট’ শীর্ষক এক চিত্র এঁকে বিশেষ আলোচনায় আসেন তিনি। ১৫০ ফুট দীর্ঘ চিত্রের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে। প্রদর্শনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন এবং উদ্বোধন ঘোষণা করেন। 
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়