• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo
এ বিজয় সংবিধানের প্রতি জনগণের গভীর বিশ্বাসের প্রতিফলন: মোদি
ভারতের লোকসভা নির্বাচনে বিজয় দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এটা তাদের সংকল্প বিকশিত ভারতের বিজয়। এটি দলের স্লোগান ‘সবকা সাথ সবকা বিকাশ’–এর বিজয়। একই সঙ্গে ভারতের সংবিধানের প্রতি জনগণের গভীর বিশ্বাসের প্রতিফলন। মঙ্গলবার (৪ জুন) লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বলেছেন, তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। জনগণ বিজেপি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ওপর আবারও বিশ্বাস রেখেছে। তিনি বলেন, ১৯৬২ সালের পর এই প্রথম কোনো সরকার দুবার পূর্ণ মেয়াদ শেষ করার পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করছে। ছয় দশক পর ‘নতুন ইতিহাস’ তৈরি হয়েছে। মোদি বলেন, আজকের এই পবিত্র দিনে, এটা নিশ্চিত যে এনডিএ তৃতীয়বারের মতো সরকার গঠন করছে। আমরা জনগণের প্রতি কৃতজ্ঞ, তারা বিজেপি, এনডিএর ওপর পুনরায় পূর্ণ বিশ্বাস রেখেছেন। তিনি আরও বলেন, এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়, এটা ভারতের সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাসের বিজয়, এটা বিকশিত ভারতের সংকল্পের বিজয়। এটি ‘সবকা সাথ, সবকা বিকাশ’–এর বিজয়। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই চর্চা সফলভাবে পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রচণ্ড গরমের মধ্যে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এত বড় নির্বাচন পরিচালনা করেছেন। নিরাপত্তা বাহিনীও সুচারুভাবে তাদের দায়িত্ব পালন করেছে। বক্তব্যে বিশেষভাবে ওডিশা রাজ্যে ভালো ফলের কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদি। সেখানে এই প্রথম তারা সরকার গঠন করবে। ওই রাজ্যে লোকসভা ভোটেও ভালো করেছে বিজেপি। লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ৪৩৪টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৮৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এছাড়া সমাজবাদী পার্টি (এসপি) ৩২টি, তৃণমূল কংগ্রেস ২২টি, জনতা দল (জেডি-ইউ) ১১টি, ডিএমকে আটটি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) আটটি, শিবসেনা (উদ্ভব) ছয়টি, শিবসেনা (এসএইচএস) ছয়টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) চারটি ও সিপিআই (এম) চারটি আসনে জয় পেয়েছে।
০৫ জুন ২০২৪, ০৯:২২

নেট জগতে সাড়া ফেলেছে শিল্পী বিশ্বাসের গান
পাল্টে গেছে যুগ, বদলে গেছে প্রেক্ষাপট। একটা সময় মানুষ রেডিও কিংবা টেলিভিশনে গান শুনত। আর বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউব। সম্প্রতি শিল্পী বিশ্বাস তার নিচের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নতুন গান ‘রাগ কইরো না মনের মানুষ’। সময়ের সঙ্গে সঙ্গে বেশ সাড়া ফেলছে ভালোবাসার মানুষের রাগ-অভিমান ভাঙানোর এই গান। গানের ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন নাফিসা নুসরাত প্রনমি ও জেরি। গানটি প্রকাশের পর ধীরে ধীরে বাড়তে থাকে এর জনপ্রিয়তা। সম্প্রতি ৫৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে গানটি। অর্ধ মিলিয়ন ভিউ উপলক্ষে ১ মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় জমকালো অনুষ্ঠানের আয়জোন করা হয়। এ সময় আনন্দের মুহূর্ত ও গানের সাফল্য নিয়ে কথা বলেন গানের কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। শিল্পী বিশ্বাস বলেন, এত মিলিয়ন মিলিয়ন ভিউস নিজস্ব চ্যানেলে আমি আশাও করতে পারিনি। যেখানেই যাচ্ছি 'রাগ করোনা মনের মানুষ’ গানটি করতে হচ্ছে। আমার মেয়ে এ ইউটিউব চ্যানেলটি খুলে দিয়েছিল। হঠাৎ এভাবে সাপোর্ট পাবো জানা ছিলো না। কিন্তু গানটি দর্শকের মন ছুয়েছে এটায় বিশাল ব্যাপার। নিজেদের সাবলিল অভিনয়ের মধ্য দিয়ে গানটিকে আরো বেশি প্রানবন্ত করে তুলেছেন মডেল প্রনমি ও জেরি। মডেল প্রনমি বলেন, গানটি শুনছে এবং মানুষ ভালোবাসা দিচ্ছে। এ ব্যাপারটি অসংখ্য বড় একটি অনুভূতি যা বলে প্রকাশ করার মত নয়। আমার প্রথম গান কালাচাঁন সেই ভিডিওটি প্রথম পছন্দ করেছিল। দ্বিতীয়টি হল 'রাগ করোনা মনের মানুষ' এই গানটিও সবার পছন্দ করেছে। পরপর দুটি গানই এত সুন্দর করে গ্রহণ করেছে, যা আমার আশা ছিল না। আর দ্বিতীয়ত গানটি ৫৫ মিলিয়নের অধিক ভিউ হয়েছে এজন্য আমি অত্যন্ত খুশি। মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ায় জেরি জানান, ২০২৪ সালে এই গানটি আমার জন্য সবচেয়ে বড় অউটপুট এবং এচিভমেন্ট। আমরা কিন্তু অনেক ধরনের মজার গান করতে পারি, টিকটক বানাতে পারি, রিলস বানিয়ে ছাড়তে পারি। কিন্তু এই গানটি কোন প্রস্তুতি ছাড়াই এত সাপোর্ট পাবো ধারণা করতে পারিনি। সামনে আরো ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে, শ্রোতাদের মন ছুঁয়ে দেওয়ার ইচ্ছা আছে।  গানটি লিখেছেন কাব্যিক পলাশ।
০২ মার্চ ২০২৪, ২০:১৭

সংরক্ষিত নারী আসনের জন্য অপু বিশ্বাসের দৌড়ঝাঁপ (ভিডিও)
আর মাত্র কিছুদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের হয়ে নৌকার পক্ষে অনেক শোবিজ তারকাই প্রচারণায় অংশ নিচ্ছেন। সেই কাতারে আছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারে অংশ নেওয়া নায়িকা অপু বিশ্বাস সংসদে প্রতিনিধিত্ব করতে চান। তিনি সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান বলে জানিয়েছেন। আরটিভির সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, আমি একাদশ জাতীয় নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও আমি সবার ভালোবাসায় মনোয়নপত্র কিনতে চাই। আসলে আমি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে নারীদের নিয়েই কাজ করব। তিনি আরও বলেন, সবাই হয়তো জানেন আমি মনে-প্রাণে আওয়ামী লীগকে ধারণ করি। আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই। এ দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। আছে অভিজ্ঞতাও। নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি। প্রধানমন্ত্রী যদি আমার ওপর আস্থা রাখেন, তা হলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত অভিনেতা ফেরদৌস আহমেদ। মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার। আর সেই প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন অপু বিশ্বাস। 
০৪ জানুয়ারি ২০২৪, ১৭:২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়