• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

গরু নিয়ে বাড়ি আসার সময় অনেক মজা হতো: সাইমন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জুন ২০২৪, ১৯:৪৮
ছবি : সংগৃহীত

সাধারণ মানুষের মতো তারকাদেরও পবিত্র ঈদুল আজহা নিয়ে নানা স্মৃতি আছে। যা তাদেরকে তাড়িয়ে বেড়ায়, মনে করিয়ে দেয় অম্ল-মধুর সব অনুভূতি। ঢাকাই চলচ্চিত্রের নায়ক সাইমন সাদিকও তার ব্যতিক্রম নন।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা তো গ্রামের মানুষ। পরিবারের ছেলে সদস্যরা সবাই মিলে হাটে যেতাম। আব্বা, আমি তো যেতামই, আমার দাদা ১০০ বছর বয়সেও আমাদের সঙ্গে যেতেন। দেখা গেছে, আব্বা একটা দরদাম করছেন, দাদা গিয়ে সেটা যাচাই-বাছাই করছেন। বাড়ি থেকে বের হওয়ার আগে আব্বা বলে দিতেন, হাটে লাল জামা পরে যাওয়া যাবে না, নইলে গরু ধাওয়া করবে।

সাইমন আরও বলেন, গরু নিয়ে বাড়ি আসার সময় অনেক মজা হতো। সবাই দাম জিজ্ঞেস করে, দাম বলার দায়িত্বটা আব্বা আমার কাঁধেই দিতেন। অনেক সময় মানুষ জিজ্ঞেস করার আগেই আমি দাম বলে দিতাম! এখন তো অনেকের হাত থেকে গরু ছুটে যাওয়ার ভিডিও দেখি। আমাদের কখনো তেমন হয়নি।

প্রসঙ্গত, ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজুর ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের চলচ্চিত্রজীবন শুরু করেন সাইমন সাদিক। পরবর্তীতে তিনি ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে পান আলাদা পরিচিতি। সবশেষ গেল ঈদে তার অভিনীত ‘মায়া’ সিনেমাটি মুক্তি পায়। যা দর্শক মহলে সাড়া ফেলে। বর্তমানে তিনি নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৫ নম্বর একটা ইতিহাস: সাইমন সাদিক
এবার ‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে মুখ খুললেন সাইমন
কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে যা বললেন সাইমন সাদিক
গরুর দড়ি ছিঁড়ে গিয়েছিল: সিয়াম