• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দেশে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না: সংসদে জাপার এমপি 

অনলাইন ডেস্ক
  ২৮ জুন ২০২১, ২১:১৫
সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী

জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেছেন, দেশে সরকারি দপ্তরে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ভূমি, পুলিশ ও বন থেকে শুরু করে সরকারি প্রতিটি দপ্তরে কাজ করতে গেলে ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া থানায় মামলা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুস্তম আলী বলেন, এমন কোনো মন্ত্রণালয় নেই, যেখানে ঘুষ ছাড়া কেউ কোনো কাজ করাতে পারেন। আর কেউ পারলে তিনি ভাগ্যবান। ব্রিটিশ আমলেও সবাই ঘুষ খেত না। পাকিস্তান আমলেও সবাই খেত না। এখন একেবারে প্রত্যেকেই ঘুষ খায়।

তিনি বলেন, ভূমি অফিসে গেলে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়া লাগে। একটু বড় কাজ হলে ইউএনওকে টাকা দেওয়া লাগে। আরও বড় হলে ডিসি সাহেবের টাকা ছাড়া হবে না। থানায় তো দারোগা বাবুরা। আপনে মার খাবেন, আপনার লোক আহত হবে, নিহত হবে, তারপরেও এফআইআর করতে গেলে আগে টাকা তারপর কথা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় পার্টি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
গৌরীপুরে কিল-ঘুষিতে কিশোর খুন
পুলিশের ঘুষিতে আসামি নিহত
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
X
Fresh