• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের ঘুষিতে আসামি নিহত

আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২৪, ২২:৫৯
তাহিরপুর থানা
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের কিল-ঘুষিতে রমিজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন জানান, তাহিরপুর থানার এএসআই জিয়া উদ্দিন বুরুঙ্গাছড়া গ্রামে পরোয়ানাভুক্ত আসামি রমিজ মিয়াকে গ্রেপ্তার করেন। এ সময় রমিজ পালানোর চেষ্টা করলে তাকে কিল-ঘুষি মারে পুলিশ। একপর্যায়ে তাকে নারিকেলের ডাগুয়া দিয়ে মাথায় আঘাত করলে তাৎক্ষণিক নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান রমিজ।

এ সময় নিহতের পরিবারের লোকজন পুলিশকে বলে, আপনাদের মানুষ, আপনারা নিয়ে যান। পরে এএসআই জিয়া উদ্দিন মরদেহ ফেলেই ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে তাহিরপুর থানার এএসআই জিয়া উদ্দিন বলেন, আসামি ধরতে গেলে ঘটনাস্থল থেকে রমিজ মিয়া পালিয়ে যায়। এরপর আমি থানায় চলে আসি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজিম উদ্দিন বলেন, রমিজ মিয়ার নামে তাহিরপুর থানায় কয়েকটি মামলা রয়েছে। তার মৃত্যুর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২ বছর পর হত্যা মামলার রায়, ১৯ আসামিকে যাবজ্জীবন
হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh