• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ওবায়দুল কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুলাই ২০১৯, ১৪:৫৮

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে এ বিষয়ে সারাদেশে তিনদিনের পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, আজকের (সোমবার) সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। ২১টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। জনসচেতনতার লক্ষ্যে আওয়ামী লীগ সারাদেশে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত তিনদিন (৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট) পরিচ্ছন্নতা অভিযান চালাবে।
-----------------------------------------------------------------
আরো পড়ুন: চার থেকে ছয়দিন সক্রিয় থাকে ডেঙ্গুর ভাইরাস (ভিডিও)
-----------------------------------------------------------------

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে ডেঙ্গুর বিষয়ে সার্বক্ষণিক দিক-নির্দেশনা দিচ্ছেন। ডেঙ্গুর বিষয়ে সমন্বয়হীনতা নেই। সবাই ঐক্যবদ্ধভাবে এ ব্যাপারে কাজ করছে।

কাদের আরও বলেন, বন্যা চলাকালে শুধু সহযোগিতা নয় বন্যার্তদের পুনর্বাসনও করবে সরকার।

উপজেলা নির্বাচনে যারা সরাসরি দলের প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করেছে তাদেরকে শোকজ করা হচ্ছে। যে যত প্রভাবশালীই হোক কেউ অন্যায় করলে পার পাবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পি

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
X
Fresh