• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

রিজভীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৭
বিএনপি, রুহুল কবির রিজভী,
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে পুলিশ সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে রিজভীসহ ৬৯ জনের বিরুদ্ধে গত শনিবার পল্লবী থানায় মামলাটি করে। এজাহারে বলা হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা চালিয়েছেন অভিযুক্তরা।

পল্লবী থানার এক কর্মকর্তা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার পল্লবীর ৬ নম্বর সেকশনে দলটির নেতাকর্মীরা মিছিল বের করেন। অনুমতি ছাড়া মিছিল করেন তারা। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের কাজে বাধা দেন ও হামলা করেন। একপর্যায়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা চালানো হয়।

এদিকে রিজভী শনিবার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া
বিএনপি ক্ষমতায় গেলে রক্তে ভাসিয়ে দেবে : ওবায়দুল কাদের
বিকেলে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ
দল থেকে বিএনপির আরও চার নেতা বহিষ্কার
X
Fresh