• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সিইসির সঙ্গে সোমবার বৈঠক করবে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জানুয়ারি ২০২০, ২১:১৬
বিএনপি
সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে আরও থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সূত্র জানায়, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে দলের পক্ষ থেকে কতগুলো আবেদন জানাবে বিএনপি। এছাড়া ইভিএম মেশিনে ভোট না নেওয়ারও অনুরোধ করবে তারা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচবিবিতে বিএনপির ২ নেতাকে দল থেকে অব্যাহতি
বাড়ির গেটে‌ ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা প্লাকার্ড
দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক
X
Fresh