• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে প্রতিদিন কর্মসূচি দেবে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ১১ নভেম্বর ২০১৯, ১৬:০৬
ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রদল,
ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এখন থেকে প্রতিদিন কর্মসূচি দিয়ে তা পালনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

সোমবার সাংবাদিকদের এ কথা জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এখন থেকে প্রতিদিন কর্মসূচি ঘোষণা করে হবে বলে জানানো হয়।

সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে তিন দিন একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আজ ফের কার্যক্রম শুরু হলে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল।

গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বুয়েট ছাত্র আবরার হত্যার বিচার, জাবির আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদসহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা।

সে ধারাবাহিকতায় সোমবারও ক্যাম্পাসে মিছিল করে তারা। মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।

আরো পড়ুন

এসজে/সি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
X
Fresh