• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

গ্যাসের দাম বাড়ানোর সংগ্রাম স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে: রিজভী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুলাই ২০১৯, ২০:১৪

এই সরকার গণবিরোধী। তাদের কোনো ম্যান্ডেট নেই। গ্যাসের দাম বাড়ানোর এই সংগ্রাম স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ রোববার সকালে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে এ সরকার জনগণের কষ্টের কথা বুঝতে পারে না।

অবিলম্বে তিনি গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে বলেন, সরকারি নির্যাতনের গতি তীব্র থেকে তীব্রতর হয়েছে। ক্ষমতায় টিকে থাকার উৎসাহে বিরোধী দলের নেতাকর্মীদের শেষ রক্তটুকু নিংড়িয়ে নেয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। গণতন্ত্রে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচির ওপর সরকারের নানা বাহিনী আক্রমণ চালাচ্ছে। মিথ্যা মামলা, গ্রেপ্তারের হিড়িক আগের মতোই অবিরামভাবে চলছে। সুশাসন, স্বাধীন বিচার বিভাগ নেই বলেই বিরোধী দল ও বিরোধী মতের পায়ে বেড়ি পরানো হয়েছে। বিভিন্ন ইস্যুতে গণদাবির পক্ষে শান্তিপূর্ণ কোনো মিছিলের আওয়াজ পেলেই সেটির ওপর আইনশৃঙ্খলা বাহিনী ঝাঁপিয়ে পড়ছে।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও বাড়ল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম
‘বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হচ্ছে’
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
আবারও বাড়ল এলপি গ্যাসের দাম
X
Fresh