• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ঢাকা জেলার ৫ আসনের প্রতীক বরাদ্দের সময়সূচি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ নভেম্বর ২০১৮, ১১:১৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা জেলার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময়সূচি নির্ধারণ করেছে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার।

এলাকার প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী একাধিক হলে, প্রতীক বরাদ্দের এ সময়সূচি নির্ধারণ করা হয়।

আগামী ১০ ডিসেম্বর সোমবার ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (২য় তলা) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

সময়সূচি :

সকাল ১০ থেকে ১০.৩০ টায় ১৭৪ ঢাকা-১,

সকাল ১০.৩১ থেকে ১১টায় ১৭৫ ঢাকা-২,

সকাল ১১.০১ থেকে ১১.৩০ টায় ১৭৬ ঢাকা-৩,

সকাল ১১.৩১ থেকে দুপুর ১২টায় ১৯২ ঢাকা-১৯

এবং দুপুর ১২.১ থেকে ১২.৩০ টায় ১৯৩ ঢাকা-২০ আসন।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় (রিটার্নিং অফিসারের কার্যালয়) থেকে এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’
ইসি হাবিবের বক্তব্যের কড়া সমালোচনা দুদুর
বরুড়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির
‘এমন নির্বাচন হবে যা ভোলাবাসী কখনো ভুলবে না’
X
Fresh