• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কেন নৌকা প্রতীক চান নাজমুল হুদা?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ নভেম্বর ২০১৮, ০৮:৫৭

নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সাবেক শীর্ষ নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) থেকে প্রার্থী হতে তার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।

জানা গেছে, ২০১০ সাল থেকে বিএনপির সঙ্গে নাজমুল হুদার টানাপোড়েন শুরু হয়। দল তাকে বহিষ্কার করে। সেই বহিষ্কার আদেশের পরও তিনি বিএনপির পরিচয়েই রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করেন। পরে ২০১২ সালের জুনে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। এর দুই মাসের মধ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন একটি দল গঠন করেন। কিন্তু এটাও বেশিদিন টিকেনি।

কয়েক মাসের মধ্যেই ফ্রন্টের আরেক নেতা আবুল কালাম আজাদ তাকে দল থেকে বহিষ্কার করেন। পরে তিনি মানবাধিকার পার্টি গঠন করেন। সেটিও আলোর মুখ দেখেনি। বর্তমানে তিনি তৃণমূল বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সেরও (বিএনএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বা মহাজোটে শরীক হতে কয়েকবারই তিনি আওয়ামী লীগের হাইকমাণ্ডের সাথে যোগাযোগ করেছেন। ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সঙ্গেও বৈঠক করেছেন। যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ১৪ দল। তবে তিনি নিজের নেতৃত্বাধীন জোটের পক্ষে সমর্থন দিয়ে আসছেন সরকারকে।

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কেনা প্রসঙ্গে ব্যারিস্টার নাজমুল হুদা আরটিভি অনলাইনকে জানান, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি, এজন্যই মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তিনি বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে আওয়ামী লীগবিরোধী শক্তি। আওয়ামী লীগবিরোধী শক্তির নেতৃত্ব দিচ্ছে বিএনপি। তিনি আওয়ামী লীগের পক্ষে। তবে আওয়ামী লীগে বিলীন না হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

বিএনপির বহিষ্কৃত এ নেতা বলেন,এটা তো বাস্তবতা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে দৃশ্যমান অনেক কিছুই করেছেন। যা দেশকে অনেকদূর এগিয়ে নিয়েছে। দেশে এখন আর সহিংসতা ও অস্থিরতা নেই। হরতাল উধাও হয়েছে। দেশজুড়ে উন্নয়ন হচ্ছে। সর্বত্রই স্বস্তি বিরাজ করছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষকে ভালো রাখতে জীবনের শ্রেষ্ঠ সময় ব্যয় করছেন শেখ হাসিনা’
আ.লীগ কখনো কারও দয়ায় ক্ষমতায় আসেনি: নানক
আ.লীগের কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশের মানুষ: ফখরুল
আওয়ামী লীগ পালানোর দল নয়: কাদের
X
Fresh