• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিইসির সঙ্গে আলোচনায় বসতে চায় বিকল্পধারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৮, ১৩:১১

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনা করতে সাক্ষাতের জন্য সময় চেয়েছে বিকল্পধারা, বাংলাদেশ।

আজ মঙ্গলবার বিকল্পধারা, বাংলাদেশ-এর মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত এক চিঠিতে একথা উল্লেখ করেন। চিঠিতে ৯ নভেম্বরের মধ্যে সাক্ষাতের সময় চাওয়া হয়।

অপরদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বিকল্পধারা ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করে নির্বাচনে আসার কথা বলেছে। অপরদিকে ঐক্যফ্রন্টের সঙ্গেও এক দফা সংলাপ শেষে আরেকদফা সংলাপের প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে আলাদা সময়ে বাম গণতান্ত্রিক জোট, ইসলামী ঐক্যজোট ও ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সঙ্গে গণভবনে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপ চেয়ে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে গণভবনে আমন্ত্রণ পায় সংগঠনগুলো।

আরও পড়ুন :

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
সিইসির বেতন-ভাতা প্রসঙ্গে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
পুতিনের নির্বাচন দেখতে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি
X
Fresh