• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কোটা সংস্কার: প্রধানমন্ত্রী অভিমুখী মিছিল শাহবাগে আটকে দিলো পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ১৫ জুলাই ২০১৮, ১৩:৫৩

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে ও আন্দোলনকারীদের ওপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

রোববার দুপুরে শাহবাগে এ ঘটনা ঘটে। এতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুপুর বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে বাম ছাত্র সংগঠনগুলো।

এরপর ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যেতে চাইলে জাদুঘরের গেটে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের ধস্তাধস্তাতিতে ৩ জন আহত হয়েছেন।

এরা হলেন ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অনিক রায়, ঢাকা জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাব্বির, ছাত্রফ্রন্টের নাসিরউদ্দিন প্রিন্স প্রমুখ।

পরে ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
X
Fresh