এবার সিলেটের মানুষ পরিবর্তন চায়: হানিফ
সিলেট প্রতিনিধি
| ০৪ জুলাই ২০১৮, ১৮:১৪ | আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২০:৪৫

আরও পড়ুন : চট্টগ্রামে বিএনপির ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র
-------------------------------------------------------- হানিফ আরও বলেন, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যে কাজ করেছেন সেটি সরকারের উন্নয়ন কাজ। এটা তার ব্যক্তিগত কোনও কাজ নয়। এই সিলেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তাই এই সিলেটে উন্নয়নও বেশি হয়। কিন্তু সাবেক মেয়র আরিফ প্রচার করছেন এই সিলেটের উন্নয়ন নাকি তিনি নিজেই করেছেন। সরকার দেয়া টাকায় উন্নয়ন না করেই সাবেক মেয়র ইচ্ছামতো লুটপাট করেছেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। আরও পড়ুন : এসজে/পি