• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

‌‘বিএনপি সংলাপে অংশ না নিলে কিছু থেমে থাকবে না’ 

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ২১:২৪
‌‘বিএনপি সংলাপে অংশ না নিলে কোনো কিছু থেমে থাকবে না’ 
ফাইল ছবি

বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিলে কোনো কিছু থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়ার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি একথা বলেন।

কাদের বলেন, বিএনপি ছাড়াও এদেশে আরও রাজনৈতিক দল আছে, এ কথা সম্ভবত তারা ভুলে গেছেন।

তিনি বলেন, বিএনপির কাজ হলো সরকার এবং দেশের কল্যাণকর যে কোনো প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা। সবকিছু নিয়ে বিতর্ক করতে গিয়ে আজ জনগণের কাছে তারাই বিতর্কিত। অপরিণামদর্শী রাজনীতির কারণে আজ তারা গভীর খাদের প্রান্তে। তাদের হাঁকডাক নিজেদের ব্যর্থতা আড়াল করা এবং নেতাকর্মীদের মনোবল ধরে রাখার ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নির্বাচন দাবি করেছেন। ফখরুল সাহেবকে বলতে চাই, শেখ হাসিনা সরকারের কাছে নির্বাচন দাবি করার প্রয়োজন নেই। দেশে যথাসময়ে সরকারের মেয়াদ শেষে সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে। এনিয়ে ন্যূনতম সংশয়ের অবকাশ নেই।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ির গেটে‌ ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা প্লাকার্ড
সেনবাগে আনারসকে বিজয়ী করতে একই মঞ্চে আওয়ামী লীগ
দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল
আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা ইশরাক
X
Fresh