• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

পুলিশি বাধা ছাড়াই কার্যালয় ত্যাগ খায়রুল কবির খোকনের

নরসিংদী সংবাদদাতা: আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ২৩:১০
পুলিশি বাধা ছাড়াই কার্যালয় ত্যাগ খায়রুল কবির খোকনের

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে শতাধিক নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগের পর রাত পৌনে দশটার দিকে কার্যালয় থেকে কোনো রকম পুলিশি বাধা ছাড়াই বের হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

এর আগে সোমবার ( ২২ নভেম্বর) বিকেল চারটা থেকে দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন বলে দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। অন্যদিকে, এই অবরুদ্ধের বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা জানায়, আজ বিকেলে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সমাবেশ ছিল। বিকেল চারটার দিকে পুলিশ কার্যালয়ের আশপাশ ঘেরাও করে। তখন গেট থেকে বের হলেই পুলিশ আটক করে বলে দাবি তাদের।

ভেতরে শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ আছে দাবি করা খায়রুল কবির খোকন বের হয়ে যাওয়ার সময় সংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। অন্যদিকে, কার্যালয়ের আশপাশের দেয়াল টপকিয়ে ও বিভিন্ন পথে আরও নেতাকর্মীরা বের হয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ, ভেতরে কেউ আছেন কি না, থাকলেও তাদের সংখ্যা কতো সেই তথ্য জানা যায়নি।

এদিকে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহমেদ বলেন, এখন পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তার নেই।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের আত্মীয়-স্বজনরা ব্যাংক লুটপাট করেছে : সালাম
চাঁদপুরে ২ বিএনপি নেতা বহিষ্কার
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
বিএনপির আরও ৬১ নেতা বহিষ্কার
X
Fresh