• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

জামিন না দেয়ায় আদালত চত্বরে বিক্ষোভ, আটক আরও ৭ বাম ছাত্রনেতা 

আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২১, ১৭:১৩
জামিন না দেয়ায় আদালত চত্বরে বিক্ষোভ, আটক আরও ৭ বাম ছাত্রনেতা 
ফাইল ছবি

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ঢাকার শাহবাগ এলাকায় মশাল মিছিল থেকে গ্রেপ্তার সাতজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৩ মার্চ) দুপুরে মহানগর হাকিম আবু সাঈদ জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

এদিকে জামিন নামঞ্জুর করায় আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করায় আরও ৭ বাম ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ।

ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক খাইরুল হাসান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাম ছাত্র সংগঠনগুলো মশাল মিছিল বের করে। সংগঠনগুলোর নেতা–কর্মীরা জানান, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে শাহবাগ এলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন মিছিলকারী আহত হন।

২৭ ফেব্রুয়ারি সকালে শাহবাগ থানার এসআই মো. মিন্টু মিয়া বাদী হয়ে মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরের মাঠে দিল্লিকে অল্পতেই আটকে দিলো কলকাতা
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে প্রার্থীসহ আটক ৮
অভিনেত্রীকে মেকআপ রুমে আটকে রাখতেন প্রযোজক
X
Fresh