• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অ্যান্ড্রয়েডে কোরআনের বাংলা ও অডিও’র চতুর্থ সংস্করণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মে ২০১৭, ২০:২৬

বাংলা অর্থসহ পবিত্র আল কোরআনের অ্যান্ড্রয়েড অ্যাপস এর চতুর্থ সংস্করণ আনলো অরেঞ্জ বিডি লিমিটেড।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের(ডিরেক্টর জেনারেল, প্রশাসন) ও a2i এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার অরেঞ্জ বিডির কারওয়ান বাজার অফিসে এই সংস্করণের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, আসন্ন রমজান মাসে অরেঞ্জ বিডির তৈরি এ অ্যাপসটি ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে একটি নতুন মাত্রা যোগ করবে।

Al-Quran(Bangla) নামের অ্যাপসটির নতুন সংস্করণে কোরআনের বাংলা অনুবাদের পাশাপাশি অডিও শোনার সুবিধা রয়েছে। এছাড়া অ্যাপসটির সূচিতে কোরআনের পারা ও আয়াত সংখ্যা পাঠকরা দেখতে পারবেন।

পাঠকরা খুব সহজেই যেকোনো সময় যেকোনো জায়গা থেকে কোরআনের সব সুরা পাঠ করা ছাড়াও যতটুকু পড়বেন তা চিহ্নিত করে রেখে পরে ওই জায়গা থেকে পুনরায় আরম্ভ করতে পারবেন।

এ পর্যন্ত বাংলাদেশে ৫ লাখের বেশিসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে মোট ১১ লাখের বেশি Al-Quran(Bangla) অ্যাপসটি ডাউনলোড করা হয়েছে। সম্পূর্ণ বিনা খরচে অ্যাপসটি যেকোনো আপডেটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করা যাবে।

বিজ্ঞানের সুফলকে সহজলভ্য করে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেয়ার প্রয়াস নিয়ে নিজেদের পণ্যসারিতে ২০১৩ সালের জুলাই মাসে অ্যাপসটিকে যোগ করে অরেঞ্জ বিডি লিমিটেড।

অ্যাপসটি ডাউনলোড করার লিংক- https://goo.gl/DCDnPi

কে/সি

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh