• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিলুপ্ত হচ্ছে ফেসবুকের ক্লাসিক ইন্টারফেস 

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২০, ১৮:৪২
Facebook classic interface
ফেসবুক ক্লাসিক ইন্টারফেস 

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে চিরচেনা ক্লাসিক ইন্টারফেস বিলুপ্ত হচ্ছে সেপ্টেম্বরে। তবে বদলে নতুন যে ইন্টারফেস ব্যবহার শুরু হয়েছে সেখানে ফেসবুক ওয়াচ এবং গেমিং প্রাধান্য পাবে। সূত্র- দ্য ভারজ।

এর আগে, ২০১৯ সালের ডেভেলপার কনফারেন্স থেকে নতুন ইন্টারফেসের সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দিয়েছিল ফেসবুক। একই বছরের মে মাস থেকে নতুন ইন্টারফেসের পরীক্ষামূলক ও ঐচ্ছিক ব্যবহার শুরু হয়। দীর্ঘ এক বছর নানারকম পরীক্ষা, গবেষণা এবং জরিপ শেষে পুরাতন ইন্টারফেস বিলুপ্ত করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানালো ফেসবুক কর্তৃপক্ষ।

জানা যায়, ফেসবুক ওয়াচ এবং গেমিং সেকশনকে প্রাধান্য দিয়ে নতুন ইন্টারফেসটির ডিজাইন করা হয়েছে। নতুন ইন্টারফেসে আরও টেক্সটগুলো আরও বড় এবং ফিচারগুলো আরও গোছানো থাকবে। ওয়েবসাইট লোড হবে আরও দ্রুত। এছাড়াও নতুন ইন্টারফেসে ব্যবহারকারী চাইলে ডার্ক মোডে ফেসবুক ব্যবহার করতে পারবেন।

এ বিষয়ে ফেসবুক অ্যাপের পরিচালক(প্রকৌশল) টম ওকিনো বলেন, মোবাইল ভার্সনের সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্লাসিক ইন্টারফেসটি বিশৃঙ্খল হয়ে পড়েছে। তাই এই পরিবর্তন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh