Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১, ১৯ শ্রাবণ ১৪২৮

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০২০, ১০:৪৩
আপডেট : ০৫ জুন ২০২০, ১১:০০

ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা ভালো না, সবার দোয়া চাইলেন

gono shatho zafrullah
ডা. জাফরুল্লাহ চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সকলে দোয়া করবেন। উনার শরীর ভালো না। রাতে উনার শ্বাসকষ্ট ছিল। আপনাদের সকলের দোয়া খুব প্রয়োজন।

গণস্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে ডা. জাফরুল্লাহ চিকিৎসাধীন আছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানে প্লাজমা থেরাপি নেন ডা. জাফরুল্লাহ। এতে উপকার পাওয়ায় গত ২৮ মে রাতে দ্বিতীয়বারের মতো প্লাজমা নেন। এ ছাড়া গত ৩০ মে রাতে তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করান তিনি। সেই সঙ্গে ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপিও নেন ডা. জাফরুল্লাহ।

এমকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS