• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরে মৃত রোগীকে চিকিৎসা দেওয়া চিকিৎসক হাসপাতালে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০২০, ০৯:৪২
মিরপুরে মৃত রোগীকে চিকিৎসা দেওয়া চিকিৎসক হাসপাতালে
ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১ নম্বরের টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসকও আক্রান্ত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান। রাজধানীর ডেল্টা হাসপাতালে আসা ওই রোগীকে চিকিৎসা দেওয়া ডাক্তার রোববার রাতে মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন।

ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, মিরপুরের টোলারবাগ থেকে আসা যে রোগী শনিবার হাসপাতালে মারা যান, তাকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছিলেন ওই চিকিৎসক। শনিবার প্রথম তিনি শ্বাসকষ্টের কথা জানান। এরপর আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে।

`রোববার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কুয়েত মৈত্রীর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।'
পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রণো হাসপাতালে
বাবা-মাকে নির্যাতন, চিকিৎসক ছেলের বিরুদ্ধে ইউএনওর কাছে মায়ের অভিযোগ
কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
ফরিদপুরে বজ্রপাতে ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১
X
Fresh