• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২০৩ রোগী হাসপাতালে

আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২১, ১৯:০৫
ডেঙ্গুতে আরও ২০৩ রোগী হাসপাতালে

দেশে চব্বিশ ঘণ্টায় এডিস মশার কামড়ে আরও ২০৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার হাসপাতালে ১৭০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ৮৬৩ জনে ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তে এ পর্যন্ত মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বর্তমানে ৮৬৩ ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭২০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১৪৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ভর্তি ২০৩ জন রোগীর মধ্য রাজধানীতে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৬ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৩৩ জন ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৪০০ জন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রণো হাসপাতালে
ডেঙ্গুতে আর কেউ যেন স্বজন না হারায়: স্বাস্থ্যমন্ত্রী
কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
ফরিদপুরে বজ্রপাতে ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১
X
Fresh