Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮

চব্বিশ ঘণ্টায় ৮১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু ইউনিট

গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অন্তত ৮১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রোগীরা ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ৯৯৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩৬ জন ঢাকার বাইরের বাসিন্দা। আর বাকি সবাই ঢাকার বাসিন্দা।

চলতি মাসে এই কয়েক দিনে ৬২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জুনে ২৭১ জন আক্রান্ত হন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে, বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে অনেক সুস্থ হলেও, ঢাকার বিভিন্ন হাসপাতালে এখনও ৩০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ভর্তি আছেন একজন। শুধু ঢাকা বিভিন্ন হাসপাতালে গতকাল বুধবার ২৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।

এফএ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS