Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৯ জুন ২০২১, ৫ আষাঢ় ১৪২৮

গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যু কমেছে

ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭০ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ১২ হাজার ৯৬০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯১৮ জন। এনিয়ে সুস্থ হয়েছেন সাত লাখ ৫৩ হাজার ২৪০ জন।

আজ সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১০টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন ও ষাটোর্র্ধ্ব ২২ জন রয়েছেন।

বিভাগওয়ারী দেখা গেছে, ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, সিলেটে চারজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।

RTV Drama
RTVPLUS