আরটিভি নিউজ
আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৮:৪৩
ফাইজারের টিকা নিয়ে নরওয়েতে ২৩ জনের মৃত্যু

মার্কিন প্রতিষ্ঠান ফাইজার-বায়োনটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নিয়ে নরওয়েতে ২৩ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ফাইজার-বায়োনটেক কোম্পানির টিকা গ্রহণের পর যে ২৩ জন নরওয়ের নাগরিক মারা গেছেন তাদের ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি। নরওয়ের মেডিসিন এজেন্সি বলছে, ধারণা করা হচ্ছে ফাইজার-বায়োনটেক কোম্পানির এই টিকা বয়স্ক মানুষের জন্য মারাত্মক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
এজেন্সির মেডিক্যাল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন সাংবাদিকদের বলেছেন, এই ঘটনার পর এখন ডাক্তারদের বিবেচনায় নিতে হবে যে, কাকে টিকা দেয়া হবে আর কাকে দেয়া হবে না।
আরও পড়ুন...
এমকে