• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ভারতে করোনার টিকা প্রয়োগ শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২১, ১২:০৮
ভারতে করোনার টিকা প্রয়োগ শুরু

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ভারতের তিন হাজার ৬টি কেন্দ্রে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এদিন সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি বেশ কিছু হাসপাতালে ভ্যাকসিন কর্মসূচি চলবে। দ্বিতীয় ডোজের দ্বিতীয় সপ্তাহ পর থেকে শরীরে করোনা প্রতিরোধী হয়ে উঠবে মহামারী করোনাভাইরাসের এই প্রতিষেধক। ইতোমধ্যে ভ্যাকসিন কোভিশিল্ডের ৬ দশমিক ৮৯ লাখ ডোজ পৌঁছেছে এবং জাতীয় স্বাস্থ্যসেবায় হেল্পলাইন ১০৭৫ চালু করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, সারা রাজ্যে মোট ২১২টি ভ্যাকসিন প্রদান কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। আর এই ভ্যাকসিন প্রদান ধারাবাহিকভাবে চলতে থাকবে। শনিবারের আগেই কলকাতার কিছু সরকারি হাসপাতাল ও বেসরকারি কিছু অফিসে পৌঁছে যায় ভ্যাকসিন।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভ্যাকসিনের প্রথম দফায় করোনা হাসপাতালে কাজ করছেন এমন চিকিৎসক এবং স্বাস্থ্য-কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। দ্বিতীয় ধাপে পুলিশ, হোমগার্ড, দমকল কর্মীদের মতো করোনা যোদ্ধারা পাবেন। এরপর তৃতীয় ধাপে প্রশাসনিক স্তরে কর্মরত বিডিও, এসডিও, পঞ্চায়েত সদস্য এবং পৌরসভার কর্মীরা, চতুর্থ ধাপে পঞ্চাশোর্ধ্ব এবং পঞ্চাশের নীচে কোমর্বিডিটি থাকা মানুষ এবং পঞ্চম ধাপে সাধারণ মানুষদের ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা রয়েছে।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৬৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ১৩০ জনের। সূত্র : এনডিটিভি ও এবিপি লাইভ

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অনুসন্ধান চলছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা টিকা প্রত্যাহার করছে অ্যাস্ট্রাজেনেকা
ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার
X
Fresh