• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৬৮ বছর পর ‘সুপার মুন’

সবচেয়ে বড় চাঁদ আজ, দেখতে ভুলবেন না!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৬, ১৬:৪৯

আকাশ আলো করে সোমবার (১৪ নভেম্বর) হাসবে পূর্ণিমার চাঁদ। তবে সাধারণ পূর্ণিমা না, এটি ‘সুপার মুন’। পৃথিবীর অনেক কাছে চলে আসবে চাঁদ।

সবশেষ এমন চাঁদের দেখা মিলেছিল ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি। এরপর চাঁদ কখনো পৃথিবীর এতো কাছে আসেনি।

সাধারণ দূরত্বের চেয়ে আরো প্রায় ৩১ হাজার মাইল কাছে চলে আসবে চাঁদ। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে এর দূরত্ব হবে ২ লাখ ২১ হাজার ৫২৪ মাইল বা ৩ লাখ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার।

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এ অনন্য পূর্ণিমা। ১৪ নভেম্বর বিকেল ৫টা ১৯ মিনিটে চাঁদ দেশের উত্তর-পূর্ব আকাশে দেখা দেবে। আর সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে দেখা যাবে ‘সুপার মুন’।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, দূরত্ব কমে যাওয়ায় সোমবার আকাশে চাঁদের আকার হবে অন্য সময়ের চেয়ে ১৪ শতাংশ বড় আর উজ্জ্বল হবে ৩০ শতাংশ বেশি। পরের ‘সুপার মুন’ দেখতে অপেক্ষায় থাকতে হবে আরো ১৮ বছর। কারণ চাঁদ পৃথিবীর এতো কাছে আসবে ২০৩৪ সালের নভেম্বরে।

এম/ এস

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে...​

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh