• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

দাঁড়াতে পারল না হল খোলা আন্দোলনরত শিক্ষার্থীরা 

আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৫:২৫
ছাত্রলীগ আসায় দাঁড়াতে পারল না হল খোলা আন্দোলনরত শিক্ষার্থীরা
ছাত্রলীগ আসায় দাঁড়াতে পারল না হল খোলা আন্দোলনরত শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো খুলে দেওয়ার দাবিতে পূর্বঘোষিত একটি বিক্ষোভ সমাবেশ ছাত্রলীগের কর্মসূচির কারণে করতে পারেনি এর আয়োজকরা। হল-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আন্দোলনের ব্যানারে সমাবেশটির আয়োজন করা হয়েছিল। রোববার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভের জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাষ্কর্যে দাঁড়ালে তাদের সামনে মাদক, সন্ত্রাস ও মৌলবাদমুক্ত ক্যাম্পাসের দাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানার হাতে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে সেখান থেকে চলে যেতে বাধ্য হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

হল-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১১টায় রাজু ভাষ্কর্যে অবস্থান নিলে আরেকটি ব্যানার নিয়ে আমাদের ব্যানারের সামনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন আমরা তাদের বলি, এটা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি, আমরা স্বল্প সময় কথা বলেই মিছিল নিয়ে চলে যাব, তারপর আপনারা কর্মসূচি পালন করেন। আমাদের কর্মসূচিতে বাধা দিতে এমন পরিকল্পিত পরিস্থিতি তারা তৈরি করে। এমতাবস্থায় অপ্রীতিকর পরস্থিতি এড়াতে আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীদের নিয়ে আমরা টিএসসি ত্যাগ করতে বাধ্য হই।

আসিফ আরও বলেন, প্রতিউত্তরে ছাত্রলীগের একজন বলেন, আমাদের ভিসি স্যারের অনুমতি আছে কর্মসূচি করার। আমরা এখনই কর্মসূচি পালন করবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

তবে উপস্থিত ছাত্রলীগের একাধিক নেতাকর্মী বলেন, মাদক ও সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে আমরা এখানে দাঁড়িয়েছি। কারো প্রোগ্রামে বাধা দিতে দাঁড়ায়নি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • ক্যাম্পাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন
চাল-মোবাইল ব্যবসায়ীদের নিয়ে কমিটি, ছাত্রলীগ নেতার পদত্যাগ!
ফিলিস্তিনের পক্ষে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার ৯০০
পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ 
X
Fresh