• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনায় পেছাচ্ছে এইচএসসি পরীক্ষা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০২০, ১৭:৩৪
করোনা এইচএসসি পরীক্ষা
ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হবে কিনা সে বিষয়ে আগামী সোমবার (২৩ মার্চ) মন্ত্রিপরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক শনিবার (২১ মার্চ) এমন তথ্য জানান।

জিয়াউল হক জানান, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিকভাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য এ বিষয়ে একটি প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ করোনাভাইরাস সতর্কতায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, তাপপ্রবাহ ঘিরে বিশেষ ব্যবস্থা
এটাই আমার লাস্ট বিসিএস!  
‘আমাকে মেরে ফেলেন ভাই’
গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত হাবিপ্রবি 
X
Fresh