• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু আজ

আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১
Array ( [id] => 262199 [hl1] => [short_hl2] => ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু আজ [hl2] => ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু আজ [hl_color] => rgb(33, 33, 33) [hl3] => [cat_id] => #20##117# [parent_cat_id] => 20 [dist_info] => [country_info] => [rpt] => আরটিভি নিউজ [prefix_keyword] => [sum] => [dtl] =>

'খ' ইউনিটের (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা।  

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ।

এর মধ্যে ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

গত ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়। 

[tmp_photo] => image-262199-1708658688.jpg [tmp_photo_caption] => ফাইল ছবি [alt_tag] => ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ [thumb_photo] => [dtl_photo] => [post_template] => 0 [tags] => ঢাকা বিশ্ববিদ্যালয়,ভর্তিযুদ্ধ,ভর্তি পরীক্ষা [spc_event_tags] => [spc_tags] => a:1:{s:5:"event";s:0:"";} [rel_id_list] => s:0:""; [on_lead] => 2 [lead_hierarchy] => 9999 [corner_news] => [hl_news] => [hl_news_hierarchy] => [spc_news] => 0 [spc_news_hierarchy] => 0 [instant_article] => [dtl_meta_dsc] => গত ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়।  [rel_dis] => 0 [operator] => Shakhawat Hussain Mishu [operator_id] => 117 [update_operator] => [update_operator_id] => 0 [entry_time] => 2024-02-23 09:21:58 [update_time] => 2024-02-23 09:21:58 [meta_keyword] => ঢাকা বিশ্ববিদ্যালয়, ভর্তিযুদ্ধ, ভর্তি পরীক্ষা [video_dis] => 0 [featured_video] => [featured_video_display_type] => horizontal [cus_watermark] => 0 [publish] => 1 )
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ
ফাইল ছবি

'খ' ইউনিটের (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ।

এর মধ্যে ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

গত ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় ববি ছাত্রলীগ 
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, তাপপ্রবাহ ঘিরে বিশেষ ব্যবস্থা
গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত হাবিপ্রবি 
X
Fresh