• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রপতির কাছে শাবিপ্রবির শিক্ষার্থীদের খোলা চিঠি

অনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২২, ১০:৩৫
রাষ্ট্রপতির কাছে শাবিপ্রবির শিক্ষার্থীদের খোলা চিঠি
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের উদ্দেশে খোলা চিঠি পাঠ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

গতকাল (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ চিঠি পাঠ করেন।

খোলা চিঠিতে তারা বলেন, আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও ২ লাখ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানের বিধিমোতাবেক আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য। আমাদের শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আপনি সাংবিধানিক বিধিমোতাবেক আপনার প্রতিনিধিস্বরূপ উপাচার্য নিয়োগ করে থাকেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করার উদ্দেশে অধ্যয়নে নিবেদিত আছি। এর আগে পুলিশকে ফুল দিয়ে ক্যাম্পাস থেকে সরে যেতে বলেছিল শিক্ষার্থীরা।

এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে ডাক যোগে এবং মেইল যোগে চিঠি পাঠানোর কথা রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। আন্দোলনরত সব শিক্ষার্থীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবি ছাত্রলীগের সভাপতি খলিল, সম্পাদক সজিব
শাবিপ্রবির পিএসএস সোসাইটির ভিপি মোবাশ্বির, সম্পাদক মমিন
শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল, সম্পাদক অসীম
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটিতে শাবির দুই অধ্যাপক
X
Fresh