• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ঢাবির হল খোলার তারিখ নির্ধারণ

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১৫
ঢাবির হল খোলার তারিখ নির্ধারণ

শর্তসাপেক্ষে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে। অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ৫ অক্টোবর থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে আবাসিক হল।

বুধবার (১৫ সেপ্টেম্বর)প্রভোস্ট স্টান্ডিং কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সূত্রে জানা যায়, অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ৫ অক্টোবর চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খোলার সুপারিশ করেছে কমিটি। সেদিন সকাল আটটা থেকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে।

সূত্র জানায়, হলে প্রবেশের জন্য অন্তত এক ডোজ টিকা নিতে হবে, না হয় হলে প্রবেশ করা যাবে না। সেইসাথে টিকা নেওয়ার ডকুমেন্টও দেখাতে হবে। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় নীতিমালার আলোকে করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অবশ্যই মেনে চলতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

চতুর্থ বর্ষ, মাস্টার্সের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষার্থীরা হল ত্যাগ করে চলে গেলে বাকি শিক্ষার্থীদের হলে উঠানো হবে বলে জানায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

বৃহস্পতিবার অনুষ্ঠেয় ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানায় কমিটি।

এমএন

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাসুল (সা.) বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন
ছাত্রীদের যৌন হয়রানি: ঢাবির অধ্যাপককে অব্যাহতি
লিফট কিনতে ফিনল্যান্ডের পথে ঢাবির প্রো-ভিসিসহ ৪ জন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
X
Fresh