• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৪১তম বিসিএস পরীক্ষা হবে: পিএসসি চেয়ারম্যান

আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২১, ২৩:০৪
৪১তম বিসিএস পরীক্ষা হবে: পিএসসি

কয়েকদিন ধরে দেশে করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর পরামর্শ দিয়েছে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল পরীক্ষা যেন বন্ধ রাখা হয়। কিন্তু আজ বুধবার সন্ধ্যায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের বলেছেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সব প্রস্তুতি গ্রহণ করার পর এই মুহূর্তে পরীক্ষা বন্ধ করা খুবই কঠিন।

জানা গেছে, আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কোনো প্রস্তাবনা সম্পর্কে জানতে পারেনি পিএসসি। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত আজ বুধবার গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জানতে পারে পিএসসি।

আরও পড়ুন :

পিএসসি সূত্র জানায়, রাজধানীর বাইরে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। অনেকে রওনা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের প্রস্তাবটি পিএসসি জানতে পারলে হয়তো পরীক্ষা বন্ধ করা সম্ভব হতো। কিন্তু শেষ মূহূর্তে পরীক্ষা বন্ধ করা খুবই কঠিন। তা ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এখনো তারা কিছুই জানতে পারেনি।

এফএ

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮৬৬ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন
৪১তম বিসিএসে ২ হাজার ৪৫৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ
X
Fresh