logo
  • ঢাকা বুধবার, ২৭ মে ২০২০, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৪১ জন শনাক্ত, মৃত্যু ২২ জন, সুস্থ হয়েছেন ৩৪৬ জন, ৪৮টি ল্যাবে ৮০১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

রাঙামাটিতে একদিনে আক্রান্ত ১৭

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২০ মে ২০২০, ১০:৫৭ | আপডেট : ২০ মে ২০২০, ১১:৫৫
Corona Rangamati 16
ফাইল ছবি
দুইদিন করোনা শূন্যতা থাকার পর ভয়াবহ খবরই আসলো পার্বত্য শহর রাঙামাটির জন্য। মঙ্গলবার মধ্যরাতে আসা রিপোর্টে জানা গেলো শুধুমাত্র জেলা শহরেই আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন ! এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৪৩ জন।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল  রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আক্রান্তরা সবাই কে কোন এলাকার বা কে কোন পেশার তার বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

মঙ্গলবার রাত বারোটার পর চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স (সিভাসু) থেকে আসা রিপোর্টে এই ফলাফল জানা গেছে বলে নিশ্চিত করেছেন এই চিকিৎসক।

শহরের যেসব এলাকা থেকে এই রিপোর্টে পজিটিভ আক্রান্তদের পাওয়া গেছেন,তাদের মধ্যে-চক্র পাড়া- একজন, রাজবাড়ি  একজন, মানিকছড়ি একজন, দেওয়ান পাড়া  একজন, রাঙামাটি জেনারেল হাসপাতাল দুইজন, উত্তর কালিন্দীপুর তিনজন, রাঙ্গাপানি একজন, মাঝেরবস্তি একজন, ম্যাজিস্ট্রেট কলোনি একজন, রায় বাহাদুর সড়ক তিনজন, কল্যানপুর একজন এবং তবলছড়ির ওমদামিয়া হিল-একজন। এই ১৭ জনের মধ্যে সরকারি নয়, এমন একজন চিকিৎসকও আছেন।

প্রসঙ্গত, এ নিয়ে রাঙামাটি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ এ। এর আগে ছয় মে সর্বপ্রথম এই জেলায় করোনা শনাক্ত হয় চারজনের। ওই  চারজনের দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আবার পর তৃতীয় রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। এরই মধ্যে ১২ মে ১ জন,১৩ মে ৯ জন এবং  ১৪ মে ১১ জন আক্রান্ত হয়। এরপর ১৬ মে আক্রান্ত হয় আরও এক নার্স। কিন্তু ১৭ এবং ১৮ তারিখ আসা রিপোর্টে আর কারে  আক্রান্ত হওয়ার তথ্য মেলেনি। সর্বশেষ ১৯ মে রাতে আসা রিপোর্টে পাওয়া গেল ১৭ জন আক্রান্ত হওয়ার তথ্য।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৮২৯২ ৭৯২৫ ৫৪৪
বিশ্ব ৫৬৪১২০৫ ২৪০৭০২৩ ৩৪৯৭০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অন্যান্য এর সর্বশেষ
  • অন্যান্য এর পাঠক প্রিয়