• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

নোবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ জানুয়ারি ২০২০, ১৩:২২
ক্লাস পরীক্ষা বর্জন
ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগের শিক্ষকরা।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ ক্লাস টেস্ট পরীক্ষায় এক শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী দুর্ব্যবহার করে। ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ বুধবার থেকে সকল ধরনের ক্লাস,পরীক্ষা বর্জন করেন ওই বিভাগের শিক্ষকরা।

এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, শিক্ষকদের সম্মান করা শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য। সেখানে এমবিএ'র একজন শিক্ষার্থী বিভাগের একজন শিক্ষকের সঙ্গে কি করে বেয়াদবি করে আমার বোধগম্য নয়। আমাদের সহকর্মীর সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত করেছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টান্তমূলক বিচার না করা পর্যন্ত আমরা সকল ধরনের ক্লাস, পরীক্ষা বর্জন করলাম।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম আরটিভি অনলাইনকে বলেন, অভিযুক্ত ওই শিক্ষার্থীকে আমরা সাময়িক বহিষ্কার করেছি। ঘটনার তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিব।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে
লিফট কিনতে ফিনল্যান্ডের পথে ঢাবির প্রো-ভিসিসহ ৪ জন
সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি কাল, মানতে হবে যেসব নির্দেশনা
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে বহিষ্কার ১ 
X
Fresh