spark
logo
  • ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৭ জন, আক্রান্ত ২৯৪৯ জন, সুস্থ হয়েছেন ১৮৬২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

তবে কি আইফোনের দিন ফুরিয়ে এলো?

আরটিভি অনলাইন ডেস্ক
|  ২০ জুলাই ২০১৯, ১৮:৩০ | আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:৪৩
আইফোন স্যামসাং
ছবি: সংগৃহীত
তবে কি আইফোনের দিন ফুরিয়ে এলো? গত কয়েক বছর ধরে নাকি আইফোনের প্রতি মানুষের আস্থা কমেছে। আর তাই কমেছে বিক্রিও। ইলেকট্রনিক পণ্য তুলনাকারী প্রতিষ্ঠান ব্যাংকমাইসেলের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। গত বছরের অক্টোবর থেকে ৩৮ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে ওই সমীক্ষা তৈরি করা হয়।

সেখানে দেখা গেছে, ২০১৮ সালের মার্চ মাসের তুলনায় অক্টোবর পর্যন্ত আইফোন ব্যবহারকারীর হার ১৫ দশমিক ২ শতাংশ কমেছে। ২৬ শতাংশ নতুন কোনও ব্র্যান্ডের দিকে যাওয়ার কথা বলেছে। আর ৭ দশমিক ৭ শতাংশ গ্যালাক্সি এস৯ ব্যবহারকারী আইফোন ব্যবহারের পরিকল্পনার কথা বলেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কানটার রিসার্চের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে যত ফোন বিক্রি হয়েছে, তার ৩৬ শতাংশ আইফোন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ কম।

আরেকটি বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাব বলছে, চলতি বছর বিশ্বজুড়ে ৬ কোটি ৮০ লাখ ইউনিট ফোন বিক্রি কমবে। অর্থাৎ স্মার্টফোনের বাজার ৩ দশমিক ৮ শতাংশ কমছে।

এদিকে প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে, জুন মাসে আইফোন বিক্রি করে স্যামসাং ডিভাইস কিনেছেন এমন গ্রাহকের সংখ্যা ১৮.১ শতাংশ। জরিপ শুরুর পর থেকেই এটিই সর্বোচ্চ সংখ্যা।

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭৮৪৪৩ ৮৬৪০৬ ২২৭৫
বিশ্ব ১২৪০৮১০৬ ৭২৩৭৬৪৬ ৫৫৭৭৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অন্যান্য এর সর্বশেষ
  • অন্যান্য এর পাঠক প্রিয়