• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আইফোনের বিক্রি কমেছে বিশ্বজুড়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২৪, ১৩:৫৮
আইফোন
ছবি : সংগৃহীত

অ্যাপলের এক প্রতিবেদনে বলা হয়েছে আইফোনের বিক্রি চলতি বছরের প্রথম প্রান্তিকে ১০ শতাংশেরও বেশি কমেছে। এর মধ্য দিয়ে অ্যাপলের রাজস্বে গুরুত্ব কমেছে আইফোনের। জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসে ইউরোপ ছাড়া বিশ্বের প্রতিটি বাজারে কমেছে আইফোনের বিক্রি।

অ্যাপল আরও বলেছে, সামগ্রিকভাবে বছরে প্রথম প্রান্তিকে কোম্পানির রাজস্ব আয় ৪ শতাংশ কমে ৯০ দশমিক ৮ বিলিয়ন বা ৯ হাজার ৮০ কোটি ডলারে নেমে এসেছে। গত এক বছরে তাদের রাজস্ব আয় আর কখনোই এতটা কমেনি। খবর বিবিসির।

বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার কারণে আইফোন বিক্রির এই পরিস্থিতি তৈরি হয়েছে।

চীনের বাজারে শাওমি ও হুয়াওয়ের মতো স্থানীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে চাপের মুখে রয়েছে অ্যাপল। বিশাল এই বাজারটিতে ৮ শতাংশ বিক্রি কমেছে আইফোনের।

অ্যাপল প্রধান টিম কুক অবশ্য বিনিয়োগকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বাজার নিয়ে অ্যাপলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিনিয়োগের কথা উল্লেখ করে অ্যাপল প্রতিশ্রুতি দিয়েছে, সামনের মাসগুলোতে নতুন আইফোন বাজারে এলে এর বিক্রি বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুসংবাদ
বাংলাদেশে আসছে অপো এ৬০
স্মার্টফোন ব্যবহারের সময় চোখ নিরাপদ রাখার ৬ কৌশল
আইফোন খোয়ালেন মন্ত্রী
X
Fresh