• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় কবিতা উৎসব শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ‘বাঙালির জয় কবিতার জয়’ স্লোগান নিয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব ২০১৯। উৎসব চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

শুক্রবার (১ফেব্রুয়ারি) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, একুশের গান, উৎসব সংগীতের মধ্য দিয়ে কবিতা উৎসব শুরু হয়।

উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য কবি আসাদ চৌধুরী।

উৎসবে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, বাংলাদেশে যেন আর কোনও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্রত নিয়ে বাঙালির জয় কবিতার জয়-স্লোগানে এই জাতীয় কবিতা উৎসব-২০১৯। একটি মুক্তিযুদ্ধের, অসাম্প্রদায়িক দেশ গঠনই এই উৎসবের লক্ষ্য।

সভাপতির বক্তব্য শেষে কবিতা পাঠ করেন তুরস্ক, মালয়েশিয়া, উরুগুয়ে, যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা, স্পেন, ভুটান, ইরাক, নেপালসহ দেশ-বিদেশের অনেক দেশের খ্যাতনামা কবি।

প্রতিবছর ফেব্রুয়ারির ১-২ তারিখ জাতীয় কবিতা উৎসব আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ।

পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
X
Fresh