DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

বিশ্বকে নজরদারিতে রাখতে ভারতের উপগ্রহ উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক
|  ২৯ নভেম্বর ২০১৮, ১৭:৩৩
ছবি: ভারতীয় গণমাধ্যম জিনিউজ

সারাবিশ্বের ওপর নজরদারি করতে উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

বৃহস্পতিবার সকাল নয়টা ৫৮ মিনিটে দেশটির শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি রকেটে মহাকাশে পাড়ি দেয় এই হাইসিস উপগ্রহ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৩৮০ কোটি ওজনের পিএসএলভিসিফোর্টিথ্রি’তে ছিল দেশটির প্রথম হাইপাল স্পেকট্রাল ইমেজিং স্ট্যাটেলাইট হাইসিস। ১৭ মিনিটের মধ্যেই রকেট এটাকে কক্ষপথে স্থাপন করে পিএসএলভি।

আরও বলা হয়, মোট আটটি দেশের আরও ৩০টি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেছে পিএসএলভি। এর মধ্যে ২৩টি হল যুক্তরাষ্ট্রের। বাকি উপগ্রহ অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া, ফিনল্যান্ড, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও স্পেনের।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পাঁচ বছর কাজ করবে এই হাইসিস। এর প্রাথমিক কাজ হল পৃথিবীর ওপর নজর রাখা। বাকি উপগ্রহ ব্যবসায়িক ভিত্তিতে উৎক্ষেপণ করা হয়েছে।

প্রসঙ্গত, এনিয়ে চলতি মাসে দ্বিতীয়বার মহাকাশে উপগ্রহ পাঠালো ইসরো। গত ২৪ নভেম্বর ইসরো মহাকাশে পাঠায় জিস্যাট-২৯।

কে/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়