• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৮, ১৭:৫৭

চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশে সরকারি কর্ম কমিশন(পিএসসি)। আগামী ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

রোববার পিএসসি’র ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।

বিশেষ নির্দেশাবলিতে বলে হয়েছে, মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর; বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর। আর প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা সংস্কারের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ
--------------------------------------------------------

আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। সাধারণ ক্যাডারে নিয়োগে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের পর ২০০ নম্বরের মৌখিকসহ মোট ১১০০ নম্বরের লিখিত পরীক্ষায় বসতে হয় চাকরিপ্রার্থীদের। সাধারণ ক্যাডারের বাইরে সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়ে পরীক্ষা দিতে হয়।

সাধারণত লিখিত পরীক্ষার গড় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ। আর মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০ শতাংশ বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন--

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৭
ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রতি সর্বোচ্চ আনুগত্য নিয়ে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভিটামিন ডি খাওয়ার উপযুক্ত সময় রাতে নাকি দিনে
X
Fresh