• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ভিসা ছাড়াই উমরাহ পালনের সুযোগ পাবেন যেসব দেশের নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৮
সৌদি আরব
ছবি : সংগৃহীত

এখন থেকে ভিসা ছাড়াই উমরাহ করতে পারবেন ২৯ দেশের নাগরিকরা। এ জন্য তাদের আগে থেকে কোনো ভিসা নেওয়ার দরকার হবে না।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দেশটির মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের নাগরিকরা এখন থেকে ভিসা ছাড়াই উমরাহ করতে পারবেন। উমরাহ পালনের জন্য তাদেরকে আগে থেকে কোনো ভিসা নেওয়ার দরকার পড়বে না।

সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে উমরাহ পালনের পরিকল্পনা করতে পারবেন যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা। এসব দেশের নাগরিকরা চাইলে সৌদিতে পৌঁছেই উমরাহ করতে পারবেন।

এ ছাড়া ২৯ দেশের নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা সৌদি আরবে ঘোরাঘুরি করতে নাকি উমরাহ পালনের জন্য গিয়েছেন, তা বিবেচনা করা হবে না। ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য হবে।

একইসঙ্গে এসব দেশের নাগরিকরা চাইলে ট্রানজিট ভিসার মাধ্যমেও উমরাহ পালন করতে পারবেন। এ জন্য তাদের সৌদি এয়ারলাইন্সের বিমানে যেতে হবে। মূলত সৌদি আরব পুরো বিশ্বের মুসলিমদের জন্য উমরাহ পালন সহজ করার অংশ হিসেবে এমন সুযোগ করে দিয়েছে।

সৌদি আরবে উমরাহ পালনের প্রক্রিয়া সহজ, উন্নতমানের সেবা এবং দেশটির সাংস্কৃতিক এবং ধর্মীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

সূত্র : গালফ নিউজ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh