• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

১৫ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১
সেইন্ট লুইস শহর
১৭৬৪ সালের এই দিনে স্প্যানিশ লুসিয়ানায় (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়

আজ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়

ঘটনাবলি:

৫৯০দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন

৭০৬বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন

১৭৬৪স্প্যানিশ লুসিয়ানায় (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়

১৭৯৮রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়

১৮৩৫আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়

১৮৬২আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে জেনারেল উলিসেস এস গ্রান্ট টেনেসির ফোর্টডেনেলসন আক্রমণ করেন

১৯৪২দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন ঘটে জাপানের আক্রমণে ব্রিটিশ জেনারেল আর্থা পার্সিভিল আত্মসমর্পণ করেন এসময় প্রায় ৮০ হাজার ভারতীয়, ব্রিটিশ অস্ট্রেলিয়ান সেনা যুদ্ধবন্দি হয়

১৯৮৯সোভিয়েত-আফগান যুদ্ধের পর আফগানিস্তান থেকে সব সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে

জন্ম:

১৫৬৪গ্যালিলিও গ্যালিলি, ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী পদার্থবিজ্ঞানী

১৭১০পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা

১৭৫৯ফ্রিড্রিশ আউগুস্ট ভোল্, জার্মান ভাষাতাত্ত্বিক সমালোচক

১৮২০সুসান বি. অ্যান্থনি, মার্কিন সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার আন্দোলন দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী

১৮২৫কার্টার হ্যারিসন সিনিয়র, মার্কিন রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র

১৮৬১আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ব্রিটিশ গণিতবিদ দার্শনিক

১৮৭৪আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী

১৯১৬শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল শিল্পী ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্ম নেন তিনি

১৯২১রাধা কৃষ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ লেখক

১৯৩৫সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক লেখিকা, নারীবাদী তাত্ত্বিক

১৯৪০হামজা হাজ, ইন্দোনেশিয়ান সাংবাদিক রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার নবম উপরাষ্ট্রপতি

মৃত্যু:

৭০৬লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট

৭০৬তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট

১১৪৫দ্বিতীয় লুসিয়াস, পোপ

১৮৪২আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক উদ্ভিদবিজ্ঞানী

১৮৬৯মির্জা গালিব, ভারতীয় কবি

১৯৪৮সুভদ্রা কুমারি চৌহান, ভারতীয় কবি

১৯৫৯ওয়েন উইলান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী

১৯৮৮রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী

১৯৯৯হেনরি ওয়ে কেন্ডাল, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী

২০০২হাওয়ার্ডকে স্মিথ, মার্কিন সাংবাদিক অভিনেতা

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
মুক্তির আগেই ইতিহাস গড়ল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রুল’
X
Fresh