• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

ফারুক আস্তানা, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৪, ১৭:০৭
নিহত বাংলাদেশি ব্যবসায়ী নুরুল হুদা লিটন। ছবি: আরটিভি

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ব্যস্ততম এলাকা হিলব্রুতে নুরুল হুদা লিটন (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে হিলব্রুতে তার নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহতের দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার জগতপুর গ্রামে।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নিহত নুরুল হুদা লিটন ঘটনার সময় নিজ দোকানের সামনে মোবাইলে ব্যস্ত ছিলেন। এ সময় আগে থেকে দাঁড়িয়ে থাকা এক সন্ত্রাসী জনসম্মুখেই তাকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তৎক্ষণাৎ গুলিবিদ্ধ লিটনকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন।

কমিউনিটি সূত্র জানিয়ে, আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তার এমন মৃত্যুতে কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
X
Fresh