• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৪, ০১:৪৩
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তার নাম নুরুল আমিন (৩৩)।

বুধবার (২৪ জানুয়ারি) উম্মুল কুয়াইন শহরে রাস্তা পারাপারের সময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আমিন। পরে আমিনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ নুরুল আমিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে। তিনি হাটহাজারির আলাওল পাড়ার ফতেহপুর গ্রামের মৃত জেবল হোসেনের তৃতীয় ছেলে।

নিহতের বড় ভাই নূরুল আলম জানান, দীর্ঘ ১০ বছর ধরে প্রবাস জীবন কাটাচ্ছে আমিন। প্রায় দুই বছর আগে সে আবারও প্রবাসে যায়। বুধবার মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়ার সময় পেছন থেকে গাড়ি এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

নিহতের স্ত্রীর বড় ভাই সাজ্জাদ হোসেন জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh