• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রশ্নফাঁসের অভিযোগে মাউশি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

  ১৮ মে ২০২২, ২৩:৪৭
প্রশ্নফাঁসের অভিযোগে মাউশি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩
ফাইল ছবি

প্রশ্নফাঁসের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ মে) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমা এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক মো. রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী মো. আহসানুল হাবীব (৪৫) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী মো. নওসাদুল ইসলাম (৩৭)।

শাহাদত হোসেন সুমা বলেন, গত ১৩ মে ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের নিয়োগ পরীক্ষার এমসিকিউ পরীক্ষা চলছিল। এ সময় মো. সুমন জমাদ্দার নামে এক পরীক্ষার্থী প্রবেশপত্রের পেছনে লেখা উত্তর দেখে উত্তরপত্র পূরণ করছিল। ডিউটিরত শিক্ষিকা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে সুমনকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের উভয়ের তথ্যে নওসাদুল ও আহসানুলকে ওয়ারী থানার কে এম দাস লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীসময়ে তাদের দেওয়া তথ্যে বড় মগবাজার এলাকা থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মে (শুক্রবার) ৫১৩টি পদে ওই নিয়োগ পরীক্ষায় এক লাখ ৮৩ হাজার শিক্ষার্থী অংশ নেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিএসের প্রিলিতে এবার বসছেন ৩ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
X
Fresh