• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বন্যার কারণে সিলেটের শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছাল

আরটিভি নিউজ

  ১৮ মে ২০২২, ২১:৩৫
বন্যার কারণে সিলেটের শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছালো
ফাইল ছবি

বন্যা পরিস্থিতির কারণে সিলেটে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (দ্বিতীয় ধাপ) পেছানো হয়েছে। এ পরীক্ষা তৃতীয় ধাপের সাথে আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। তবে বাকি জেলাগুলোতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে।

বুধবার (১৮ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী অংশ নেবেন।

এর আগে প্রথম ধাপের পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আগামী ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
বেকারদের জন্য সুখবর
অবসরের ৭ দিন আগে পদোন্নতি পেলেন মাউশির ডিজি
X
Fresh