• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চলতি মাসেই নতুন এমপিওভুক্তির ঘোষণা আসতে পারে

আরটিভি নিউজ

  ০৮ মে ২০২২, ২১:৩২
চলতি মাসেই নতুন এমপিওভুক্তির ঘোষণা আসতে পারে
ফাইল ছবি

চলতি মাসেই নতুন করে বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে তালিকা চূড়ান্ত করা হয়েছে।

জানা যায়, এমপিও যাচাই-বাছাই কমিটি যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করেছে তা শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলেই এমপিওভুক্তির নতুন তালিকা প্রকাশ করা হবে, যা চলতি মাসেই আসতে পারে।

তালিকা চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন। তবে ঠিক কবে ঘোষণা আসতে পারে সে বিষয়ে নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের বাজেটে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ রয়েছে। এ বরাদ্দ জুন মাসের আগেই খরচের বাধ্যবাধকতা রয়েছে। না হলে এই অর্থ ফেরত যাবে। চলতি মাসেই (মে) নতুন এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

একই সঙ্গে প্রায় দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলমান তাপদাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
ভন্ডগ্রাম, চোরমারাসহ ২৪৭ বিদ্যালয় পেলো রুচিশীল নাম
বেতন-ভাতা নিয়ে শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
মাল্টিমিডিয়া ক্লাসের তিন মাসের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
X
Fresh