• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জিয়া হকের কবিতা ‘আগ্রাসনের রাত ফুরিয়ে’

জিয়া হক

  ২৬ মার্চ ২০২২, ১২:৩০
কবি জিয়া হক

দুধের শিশু ডুকরে ওঠে মলদোভায়
উল্লুকেরা ডাস্টবিনে ফুল-ফল ডোবায়!
মারিউপোলে মানবতা বন্দি আজ
ইউক্রেনের বাতাস বারুদ-গন্ধী আজ।

শান্তিকামী মানুষ— সুখের বৃষ্টি কই
বোমা-বারুদ চাই না ডাগর দৃষ্টি কই
ইজিয়ামের পাখির ডাকে ছন্দ নাই
কলজে পুড়ে ভস্ম, ফুলের গন্ধ নাই!

নিদ্রাহীনে আঁতকে ওঠে মা-বোন কার
গণকবর! কীসের দাফন-কাফন কার
আব্বু গেল, ফিরল না আর ভাইয়াও
বিশ্ববিবেক দেখলো না গো চাইয়াও!

রক্তঝরা বীভৎস মুখ আর কত
স্বপ্ন পুড়ে পলকেই ছারখার কত
আগ্রাসনের রাত ফুরিয়ে সকাল হোক
ভয়াল-কালো ডাইনোসরের অকাল হোক।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গান, কবিতায় শিশু একাডেমিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন 
১১১টি কবিতা নিয়ে ননীগোপালের ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইমেলায়
কবি বঙ্গ রাখালের দুটি কবিতার বই ‘কে বলে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়’ ও ‘জন্মান্ধ ঘোড়া’ 
অভ্যুত্থান : কবিতায় নয়, কবিতার 
X
Fresh